সন্তান হল মায়ের অমূল্য সম্পদ,
মা স্নেহ দিয়ে আগলে রাখে সর্বক্ষণ।
খুনসুটি তে সে মাকে করে জ্বালাতন,
মা কখনো সন্তানকে ভাবে না আপদ।
মাতৃত্বে ঝুঁকিতে থাকে মায়ের জীবন,
মৃত্যু হেয় করে নেয় মাতৃত্বের স্বাদ।
মা না খেলে ও থাকে কি অভুক্ত সন্তান?
মা সন্তানের সুখেই থাকে নিরাপদ।

জন্মদাত্রী মাকে কেন রাখ বৃদ্ধা শ্রমে?
সন্তানের স্বর্গ জানি মাতৃ পদতলে।
সেই মাকে বৃদ্ধা শ্রমে রাখ কোন ভ্রমে?
বৃদ্ধা শ্রমে মা যে ভাসে চোখের ই জলে।
মা সদা অমূল্য ধন রাখিও স্মরণ,
মায়ের সুখে কষ্টকে করিও বরণ।