পৃথিবী হারিয়েছে বিশুদ্ধতা হারিয়েছে স্বতঃস্ফূর্ত রঙ
চারদিকে ধূলি আর ধোঁয়া, পঁচা আত্মারা করে ঢঙ।
পৃথিবীর হৃদপিণ্ড হতে প্রতিনিয়ত ফোটা ফোটা রক্তক্ষরণ
পৃথিবী একদিন মরে যাবে যদি ভালোবাসার হয় মরণ।
পৃথিবীর বসন্ত নিভে গেছে, ফোটে না জঙ্গলে ফুল
চারদিকে রুক্ষ শীত, এখন পৃথিবীতে রোপণ হয় কৃত্রিম ভুল।
কৃত্রিমতা র ভিড়ে আমি স্বতঃস্ফূর্ত ভালোবাসা হৃদয়ে করি চাষ
পৃথিবীর বসন্ত হারিয়ে যাক, রুক্ষ শীতে ও তোমার জন্য হৃদয় হাঁসফাঁস।
তোমার কপালে এঁকে দিতে চাই সদ্য প্রসূত এক কোটি বিশুদ্ধ চুম্বন
কাঠ গোলাপের উষ্ণ আলিঙ্গনে তোমার শরীরে জাগুক বিশুদ্ধ স্পন্দন!
বাতাসে ভাসিয়ে দিয়েছি ভালোবাসার সিকি আধুলি
উত্তরের জানালা খোলে জড়িয়ে নাও অঙ্গে তোমার শীতের মাদুলী।
আমার নিঃশ্বাসের সাথে ভালোবাসার উষ্ণতা বাতাসে মিশছে
দরজা খুলো আমার ভালোবাসা দেখো মিষ্টি রৌদ্রে ভিজছে।
শীত উপেক্ষা করে বাহিরে এসো, বাতাস দিবে তোমায় চুম্বন
রৌদ্র দিবে তোমায় কোমল বিশুদ্ধ আলিঙ্গন।
জীবনে উত্থান পতনের গ্রাফিক চিত্র অঙ্কনে তোমাকে স্বাগতম
তোমার রুক্ষ ওষ্ঠে র স্পর্শে আমার ভুবন হবে আলোময় ও অনুপম।