জানি রাতের আধাঁরে হারিয়ে যায় দিন অথচ
স্পষ্ট দিবালোকে গুম হয়ে গেলো
একটি সকাল
একটি দুপুর
বিকেল ভয়ার্ত চোখে তাকিয়ে আছে অস্তায়মান লাল গোলক ধাঁধাঁ'র দিকে...


তখন আকাশে কোন মেঘের আনাগোনা  ছিল না
শ্মশান ঘাটে দূরবর্তী ধোঁয়া বা ফুলকি ছিলো  না
কয়েকটা কাক, শকুন উড়ছিল শুধু বটের ছায়ায়...


সিস্টেম ঘুমিয়ে ছিলো কিনা জানি না
এটা ঘুম আর সিস্টেমের হাইব্রিড বীজ কিনা তাও জানি না..
শুধু জানি প্রতিবেশী ময়না, টিয়ে, দোয়েল
কারো চোখে ঘুম নেই, শুধু
নর্দন-কুর্দনে গান গায় বসন্তের কোকিল, আর
একটা বটগাছ বাইশ বছর পর আজ নাকের বাঁশি ও সুর সহ নিদ্রা সুখে বিভোর ।


জানি না, এটা লখিন্দরের ঘুম কি না...
তবে, এটুকু জানি রাত যতই গভীরতর হয়
ভোর ততই কাছে চলে আসে।