চুলগুলো উড়চিলো বৃন্দাবন বাতাসে
বেতাগি বাতাসের দুষ্টুমী চলছিল
হাসছিল একফালি বাঁকা চাঁদ
ইচ্ছে-অনিচ্ছের সূতোয় বাধাঁ এক মায়াবী
                     ফাঁদ !
আমি আনমনে তাকিয়ে আছি নিরুত্তাপ
জানি ও’চোখের তীর ঘেসে কাজলের মায়া  
          আধখানি জলের ছায়া ...


বৃন্দাবনে যাব কেন, ঘুমিয়ে রবো বাংলার ঘাসে
                        নিরালায়!
ধ্যান করবো অচিন পাখি
বাহুলতা দুলবে যেথা পরাণের পর
শালিক যদি কথা কয়
কান পেতে শুনে যাব জীবনের গান
দু’চোখ মেলে দেখবো সবুজ প্রাণ...


চোখ যদি কথা বলে
বাঁকা ঠোট কেন নয় ?
তবুও চুলের সুবাস আসুক
ভাসুক ভোর বাতাসে ।