বকুল তলায় দাঁড়িয়ে আছি
আলতা-রাঙা পা বিড়ালের মতো চুপি চুপি
বনলতার মতো দু'হাত ঢেকে দিল আমার দু'চোখ;
আমি বললাম, তোমায় চিনিগো চিনি ---
অতঃপর বকুল কুড়ানো,মালা গাঁথা, বিনিময়-
সেতো স্মৃতিসুখ!


শুভদৃষ্টির মুখোমুখি প্রতিদিন
আশা নিয়ে পড়েছি চোখের ভাষা
হেরেছি মনিকাঞ্চন, স্বপ্নচুড়ামনি;
চাঁদমুখে চাঁদহাসি
বললে, 'চোখ বন্ধ কর, আমি চাঁদ দেখবো।'
আচমকা চিচিঙ্গার ফুলে বোমা ফাটলো কপালে;
অতঃপর আমি ভয়ে শশকছানা!
আকাশ থেকে নেমে এলো একটি চুমু
কম্পিত কপোলে --


সেই থেকে প্রতিদিন দু'চোখ বন্ধ করে
আমার কপোল প্রতীক্ষা করে
একটি চুমুর জন্য।