খুব ভোরে আমি তুমার জন্য প্রার্থনা করি
সকালে ছুটি অন্ন অন্বেষণে
সারা দিনমান হন্তদন্ত
মন্থন করি সমুদ্র
ঢেউ কাটি, সাঁতরাই সমীরণ;
উড়াই ঘুড়ি
কুঁড়াই নুড়ি
দেখি
তাসের ঘর --
বাঁশের ঠেলায়
অহরহ বোধের ব্যবচ্ছেদ।


তুমি আনমনে আয়নায়
খোঁজে ফিরো নিজেকে - -
এবার বল সুন্দরীতমা
কি তফাৎ
ষোল আর ছত্রিশে?