তোমার জন্য কবিতা লেখার সময় কোথায় ?
আমি মহাব্যস্থ উদয়াস্ত চৈতণ্যে বিভোর
আমি অনন্ত নিদাগ বসন্ত
এখন সময় শুধু অনিমেষ বারবার
চোখে চোখ রাখিবার ---


এখানে কত যে অযুত কবিতা মজুত
গল্পও অল্প নয়, চোখে চোখে কথা হয়
কবিতায় হারায় কবিতার গতর  
নিঃশ্বাসে পড়া হয় অজানা সাগর  ---


দখিনা বায়ু বাড়ায় আয়ু
কানে-মুখে বলিবার চায় শুধু
দেখ কত কথা, কত ব্যথা জমেছে এ বুকে
রাখ হাত ভেঙ্গে যাক ব্যথার পাহার
আর
সারা অঙ্গে জোছনা মাখি কাটুক সারা রাত
জোনাকী জ্বালে আলো ঝিঁঝিঁ গায়
আমি তব গীতল জলে সাতরাই
প্রথম সকাল
মধ্য দুপুর
নিঝুম রাত
বেলায় অবেলায় ---
আমি এখন ব্যস্তসমস্ত কবিতা লেখার সময় কোথায় ?