কেউ হাঁটে হাটি হাটি পা পা
কেউবা চটি পায়ে চটচট
কখনও বা ঝটপট চুপি চুপি পা ফেলা বিজনে
অপ্সরী মেলে ডানা সম্মোহন সৃজনে
পা-দানে পা রেখে আলপনা একে দেয় সুজনে
রঙমাখা আল্পনায় ভীড় করে কল্পনা
কল্পনা শুধু যে গল্প না বুঝে নেই সুবাসে
সুরবালা ডুবায় নাক মুখটা যে ফ্যাঁকাসে
আঁচলে ঢাকে মুখ লজ্জাটুক প্রকাশে
লজ্জাবতীর রজঃ হতে লাল রঙ উঁকি দেয় আকাশে
কি করে জানা হলো কুয়োতলায় একা সে ?