এখনো অলি গলি আলপথ রাজপথ অপেক্ষা করে
কচি কচি নতুন পা
স্বপ্নমাখা কিশোর পা
কালান্তক যুব পা আর
বিপদজনক অভিজ্ঞ বুড়ো পা ।


পা গুলো স্কুলে যায়
মাঠে যায়
খোলা হাওয়ায়
মসজিদ মন্দির প্যাগোডায়
কলে কারখানায় –


কাঁটা বুড়ি রেগে যায়,
কেউ হাঁটবে না –
এ পথ আমার
এ পথ অক্ষের
এ পথ পক্ষের
এ পথ যেহেলের
এ পথ লাহাবের।


তুমি পথ ভ্রষ্ট?
তুমি কামলেওয়ালা?
বকে যাওয়া আমজনতা?
ভুলে গেছ দেবতা?
ভুলে গেছো পিতৃঋণ !
চেয়ে দেখ কাঁটা
সামনে
পিছনে
ডানে
বায়ে --


পথিক সাবধান,
বুড়ি আজও কাঁটা পুঁতে
আপন খেয়ালে ।