এইতো সেদিন স্কুলঘরে যেতে যেতে
দৈয়ার খালে
কাঠের পুলে
দিয়েছি ঝাপ অগাধ জলে –
এক ডুবে
কে কত
যেতে পাড়ি আগে !
আজি স্বপ্নের মত লাগে!


এইতো সেদিন নলিনের বিলে
নৌকা ডুবিয়ে
দিয়েছি ঝাঁপ
আম আর শেওড়ার শাখে।
পাটের আঁটি দিয়েছি জাঁক
তার উপড়ে কচুরিপানা
কিছু প্যাঁক
অতঃপর গুণে দশ বার দিন-
খালের স্রোতে ছড়িয়েছি আঁশ,  
গুটিকয় খুঁটি
আর লম্বা বাঁশ,  
পেতে
শুঁকাই সোনালি আঁশ
সকালের সোনা রোদে
আজি স্বপ্নের মত লাগে!


কালবৈশাখীর প্রথম ঝড়ে
পুকুর পাড়ে
জ্যোতি, মতি
আর সই
ধরেছি কত যে উজানী কৈ!
আকাশ ভেঙে পড়ে
বরফের পাথর
ভীষণ ঠান্ডা গতর,  
দাঁতে দাঁত চেপে
শিকারী জাগে
আজি স্বপ্নের মত লাগে !