বিহানে গরুর পাল লয়ে
গিয়েছি খালপাড় চুট্টানে
খেলেছি ডাংগুলি
গেয়েছি এঙ্গাচি
ধরেছি কান
কত না মধুর রাগে !
আজি স্বপ্নের মত লাগে !


আষারের দুপুরে
ছৈয়ের নৌকা করে
আম কাঁঠালের ঝাঁপি আর
কাঁচকলার কাদি নিয়ে
নানা ভাই এলেণ সেবার
কুটুমবাড়ি
মা দেওড়ির আড়ালে দাঁড়িয়ে
দিলেন আড়ি
চোখে জল এলো অনুরাগে
আজি স্বপ্নের মত লাগে !


আষাড়ি পূর্ণিমাতে
নিকলীর গাঙেতে
দৌড়ের নায়ে
নাও  দৌড়ানি;
তারও আগেতে
এপাড়া ওপাড়ার ঘাটেতে
পানচিনি খেতে
নাও ভিড়িয়ে সঙ সেজে
নাচে বুড়ি নাচে
মাঝি আর মাল্লারা
জারি আর সারিতে
বিজয়ের বর মাগে
আজি স্বপ্নের মত লাগে!