যদি মনে করো, তোমাকে ছাড়া আমি অচল, স্থবির
বন্দী তোমার বন্দিশালায়
যত্ন করে রেখেছ শ্রীঘরে
পড়িয়েছো হাতকড়া
পায়ে বেড়ি
জিহ্বায় কুলুপ
চোখে শূল
ভুল সবই ভুল !


যদি মনে করো, তোমাকে ছাড়া আমি নিঃস্ব, উদাস
অচিন বৃত্তে আবর্তিত খাঁচার পাখি এক
খাব দুধকলা
দেবো শিষ
ঝাপটাবো ডানা
উড়াউড়ি সীমানায় অপ্রতুল
ভুল সবই ভুল!


যদি মনে করো, তোমাকে ছাড়া আমি ছন্নছাড়া, উন্মাদ
দিশেহারা পথিক কোন
হাওয়ার বেগে আলুথালু
পথভুলে এলোমেলো
মাথায় লাঠিমের চক্কর
আবুল তাবুল
ভুল সবই ভুল !


যদি মনে করো, তোমাকে ছাড়া আমি সঙ্গীহারা, একা
জল-পিপাসায় আকাশ পানের চাতক
দেখি মরিচিকা
গাই বিরহী
গুনি কড়িকাঠ
লিখি কবিতা
বেহুদা ব্যাকুল
ভুল সবই ভুল !


অতঃপর অলীক ভাবনায় লাভ নেই জানি
তবু আনমনে আপন ভুবন গড়ি
যখন ইচ্ছে সাঁতার কাঁটি
উড়াই ঘুড়ি ……….
এখানে তোমাকে ভাঙি গড়ি নিতুই
সাজাই স্বপ্ন বাসর
সুখের পায়রা করে উড়াউড়ি
নিরন্তর !