বিছানা পেতে দাও বুকে
আমি মাথা পেতে শান্তিতে ঘুমুতে চাই
এ পাশ, ও পাশ নড়বে না মোটে
মাথার চুলে বিলি কাটতে চাও, কাট ।
গুনগুনিয়ে ঘুমপাড়ানি কোন গান যদি
সুর তুলে ঠোঁটে
ভালই হবে ।
ঘুমের ঘোরে অথবা তন্দ্রালুতায়
মাথা ও ঘাড়ের সমন্বয় খেয়াল রেখো ।
কখনও যদি দুষ্টুমি খেলা করে মনে
গোটা দুই চিমটি দিও আর
যদি বুকের ঘাসে সুড়সুড়ি লাগে
ধৈর্য ধরো ……
অতঃপর ছোট্ট নোটিশ
আমাকে সুড়সুড়ি দিওনা কোনো
এ বেলা ও বেলা ধৈর্যশূন্য আমি
কবুল বলার কথা মনেই থাকবে না
হয়তো !