নির্বাচনী আউশের ক্লান্তি শেষে
ভেঙ্গে গেল মধ্যাহ্নের ভাত ঘুম
মিট মিট চেয়ে দেখি, বড় সুন্দর এ পৃথিবী
চারিদিকে রঙধনু রঙ, আর
আজ আমি যেন আমি নই
হঠাত আঙুল ফুলে কলাগাছ বসে আছি ময়ূর সিংহাসন
চারিদিকে উল্লাস, হুল্লোড় ।
আর সবকিছু চুপচাপ অনুরূপ; অথচ
অন্দর বাড়িতে ঢুকে পড়েছে ভিক্ষার থলি হাতে উনির মা
সেঁজুতি দাঁড়িয়ে ভাবছে, কোথা হনুমান
দারোয়ান !
কুকুরের ঘেউ ঘেউ, জেগে উঠে জামগাছ  
লাভের কিস্তি হাতে আলোমতি, জুলহাস
রাস্তায় টুপির মিছিল, সালাম দেয় একগাল
অনেকেই নিয়ে এলো ভেট
শালি ধানের মুড়ি, কালো গাইয়ের দুধ
টাচস্ক্রীন  মোবাইল
বিশেষ কায়দায় মোড়া ফুলের তোড়া
বোরকায় মোড়ানো তরুণী
এক জোড়া রঙিন বোতল ।
তশরিফ এনেছেন জিন্দাপীর শাহ কোরবান
সেই সাথে জানান দেয় কোপা শামছু  
শ্রদ্ধায় অবনত যৌথ উপহার
একটা সোনার গরু
দু’টি চাপাতি
তিনটে চাইনিজ ক্ষুর
চারটি ৯ এম এম পিস্তল ।
রোবটীয় ডান হাত হওয়ার আশায়
সূর্য মাথায় নিয়ে এলেন উর্দিপড়া বাবু  
চেক বইয়ের সাদা পাতা জমা দিলেন এক বণিক
আমাকে উৎসর্গ করা পান্ডুলিপি হাতে
এক প্রবীণ কবি, আর
এক ঝাঁক সাংবাদিক আলো ……


হঠাত ভেঙে যায় আম-জাম ঘুম
আনমনে চোখ পড়ে আয়নায়
দেখি জনতার রায় ;
ঠাই নাই, ঠাই নাই ।