ঐখানে মাটি ছুঁয়েছে আকাশ
আকাশ ছুঁয়ে দেখবো বলে হেঁটেছি বহুদিন, বহু পথ
মেঠো পথ, আলপথ পেরিয়ে ভিনগাঁ, অতঃপর আকাশ
মাঝখানে বক উড়ে চিল উড়ে নলিনের বিল
ঝাসির নদী
কাকচক্ষু জল
ধানের ক্ষেত
হেলেঞ্চার ঝোপ, অতঃপর
দিগন্তজোড়া প্রজাপতি ক্রসিং ।


সর্প দংশন ভেবে সেঁজুতির পা-চোষা
ভুলিনি;
সেদিনও আকাশ দেখা হয়নি আমার ।
আজও আকাশে সেঁজুতি উড়ে
উড়ায় সাতরঙ ঘুড়ি
শুধু লাটাই খানা জমা আছে কার করবে
জানা হয়নি, আর
অংক শেখা হয়নি আজও
শুধু চলতি, সরল ……
শেখা হয়নি সুদকষা, মানসাঙ্ক, ক্যালকুলাস  
স্ফুটনাঙ্ক বেড়ে যায় জলের শিশি।


অঘ্রানে ঘ্রাণ আসে পাঁচিল ভেঙে
সারি সারি পাকা ধান মৌ মৌ অথচ
ভোরের শিশির জমে আছে পাঁজরে;
খাঁচা ভেঙে আসুক হাওয়া
জ্যোতিকা, অনামিকা, মালবিকা
সিঁদ কাটুক মন্দিরে, অতঃপর
শূন্য খাঁচা ।


এখনো এখানে আকাশ নীল
এখনো দিগন্তে ভাসে সোনালী চিল;
অগুণতি স্বপ্ন আঁকে বাঁশঝাড়, ঘাসফড়িঙ
স্বপ্ন আঁকে পানকৌড়ি ডুব
মাছরাঙা চোখ
ডানকানা সাঁতার
দোয়েলের শিস।


আজ আমি চিনি পচা শামুক
            অন্ধ কামুক;
তবুও সত্যি নিউটন গতি
দিনান্তে ফিরে এসো সেঁজুতি ……