বুকের ভেতর ফেসবুক
বোধের পাহাড় তলে ঝর্ণা, নামে
কারিনা সুখ!
কাতরায় ষোড়শী বেণী
সপ্তদশ গোঁফ ।


সদ্য স্নান সেরে বধূ যায় হাটে
বিকিকিনি মন্দ নয়
হাসির পারদ মোটামোটি চলে
বুকের মাপে পরিচয়;
জঙ্গলে হারাতে চাও
পড় চয়নিকা বোধোদয়
নিন্দুকের ফাঁদে বন্দী কলিপুরাণ
নীতিবাক্য ঝেড়ে কাশে টকশো বাজান !


লিপস্টিক আঁকা ট্রেড সেন্টার
বিপণি বিতান, পার্ক, রেস্তোরা
বাসের সীট, গলির ভিতর উঁকি দেয়
ইউটিউব নগ্ন তারা
দুকূল ভেঙে উপছে পড়ে লুল;  
হাসে এইডস সবিনয় আর
ইবোলা তনয়।


রমণীমোহন বুকিং দিয়েছে তিন তিনটে
এলোচুল বুনো ফুল
টিউবরোজে হয় সন্ধ্যা আরতি।
নাটিকায় বটিকা আছে
ছুটে কাবিলের ঘোড়া।
হারাধন হারে পাশা
স্বয়ং মিথুনে সাজায় বাসর
চারুতা পায় ঔপরিশ লীলা !