হে প্রসব বেদনায় কাতর নারী, জননী আমার
সত্যি করে বলো, আমার জন্মের ইতিকথা
কোথা পেলে এমন জোয়ার-ভাটা বীজ?
জটরে আমার ক্ষুধা নিবারণে তোমার নাড়ীর প্রস্রবনে ছিলো কি বিষ?
কে সে ঘুণবীর্য যার স্রোতের কলতানে ভেসে আসে কালান্তক দুর্গন্ধ?
গন্ধটা আমাকে সহজেই আলাদা করে দেয়-
আমার জ্বিবে লালা ঝরে অহরহ, সামান্য লোভে
বুকের ভেতর হিংসের বসতবাড়ি
তুচ্ছ কারণে জেগে উঠে ভেতরের পশু আর
হুঙ্কারে, আঁচড়ে, কামড়ে মাতি প্রাণের খেলায়
মিথ্যে, খুন, রাহাজানি আমার প্রতিটি কোষে;
পাখির গান, ফুলের হাসি দেখার সময় নেই
পাখি শিকার, গাছকাটা আমার খুব প্রিয় ।
ভাবছো, আমি আমি একা?
আমরা অযুত নিযুত তোমার পেটের কুলাঙ্গার !
তোমার পেট কি হালাল হারাম বোঝে না?
তবে বল,
আর কত হারামজাদা প্রসব করবে …
আর কত?