শুয়ে আছে একলা পাখি দরজার ওপাশে
এপাশে তৃষাকাতর মরুভূমি এইতো আমি
খোকা ঘুমালো পাড়া জুড়ালো অপেক্ষার প্রহর
আরশোলা হাঁটে, টিকটিকি ডাকে, কাটে না অবুঝ সময়
উঁকি দেই ওপাশে
স্তন চোষে নবীন ফসল!
উল্টাই বইয়ের পাতা, কালো অক্ষরে আঁকা সুখ
প্রচ্ছদে কিন্নরী মুখ, চুমু খাই এবেলা
মগ্নতায় গোল হয় চোখ ।
খুকুমণি দুধের আবেশে যায় ঘুমের দেশে
লাজরাঙা মুখ তাকায় আড়চোখে দরজার এপাশে;
চোখ তার বইয়ের পাতায়
মগ্ন চেতনায় ডুবে আছে কবিতায়
ইচ্ছে ঘোড়ায় লাগাম টানে বাসনায় কাতর নারী অতঃপর
টিক টিক ঘড়ির কাঁটা, শিশুর কান্না, বিছানা বদল আর
উঁকি বদল সময়ের বাঁকে।
বাইরে জোছনা প্রবল, জেগে উঠে গানের কলি
মনে মনে বলি, ঘুমোচ্ছ ঘুমাও-
তুমি ভাবছো, ও পড়ছে তো পড়ুক
ইচ্ছেগুলো মরুক;


নিশি জাগে
জোছনা ডাকে রাতজাগা পাখিরে
ইচ্ছেগুলো জড়াজড়ি করি হাঁটে একসাথে।