রক্ত মাংস
কেড়ে নেবে নাও, যখন
বাহুতে মজুত
শক্তি নিযুত
সেই সাথে বিত্ত বৈভব ;
সুপাত্র বটে !


যদি বোটা আলগা ফুল
কিনে নাও কড়িতে-
দুদণ্ড পরাগ, পাপড়ি বৃতির দখল পেতে পার শুধু,
সৌরভ শুকোবে সকালের রোদে ।


মোহরে কেনা পুতুল
কথা কয়
গান গায়
হেঁটে যায় বিয়ের পিঁড়িতে;
এখানে
জীবন থেমে থাকে সিঁড়িতে।