আমাকে পেদাতে পেদাতে তোমরা যখন নিতান্তই ক্লান্ত
আমি তখনও অবাক হইনি
আমি তখনও হাঁটছি গোপীবাগ থেকে ইরতাদ
ভাবছি আঙ্গুল চোষার চেয়ে কাঁচকলা ভাল নাকি
কানা মামার চেয়ে নাই মামা?
মনে পড়ে নিতাইয়ের নিমপাতার গল্প
আমার আর জামাই হওয়া হলো না
মা অনেক সাধ করে কনে দেখুক
দুধে আলতা রঙ
ধর্মবতী, গুণবতী কনে ।
একটা শ্লোগান নিয়ে ভাবছি
আচ্ছা, একটা বিজ্ঞপ্তি দিলে কেমন হয়?
সুন্দর সুন্দর শ্লোগান আসবে
আগুনমুখা শ্লোগান আসবে
সঞ্জীবনী শ্লোগান আসবে
অতঃপর
একটা লটারী হবে
না, না, অনেকগুলো থেকে একটা বেছে নিলে কেমন হবে?
আর তুমি, আমি ও আমরা বন্ধুরা মিলে একটা মিছিল করবো
মিছিল রাজপথ অতিক্রম করবে
রাস্তার দু’পাশে জনতার ভীড় হবে
শ্লোগানের শব্দে আচানক ঘুম ভাঙবে জনতার
কেউ কেউ মিছিলে যোগ দিবে
দেখতে দেখতে মিছিলটি সমুদ্র হবে----
তোমরা কি সমুদ্র স্নানে যাবে ?
সুচি হতে চাও, সুচি?
আচমকা গুলির আওয়াজ
লাঠি চার্জ
জল কামান
লাশের পর লাশ…
তবুও মিছিল এগিয়ে যায়              
মিছিলটি এগিয়ে যায় গোপীবাগ থেকে ইরতাদ
ইরতাদ থেকে চীন
চীন থেকে ফিলিস্তিন ……….