এই মাত্র মেইল পেলুম
ইউরোপ থেকে বাঙলায়  আসছেন এক শাদা শিয়াল  !
চুপসে গেল হুলু বিড়াল, নেংটি ইঁদুর, বনের বাঁদর,
নড়েচড়ে বসে দুগ্ধবতী গাভী।
শোনা যায় বাছুরের সকরুণ হাম্বা ধ্বনি
ছাগশিশুদের হৃদকম্পনের মাত্রা ভ্যা ভ্যা ছাড়িয়েছে নিঝুম সন্ধ্যায়।
বসে নেই শিয়াল মশাই
নির্ঘুম কেটেছে সারা রাত
মাথা ঘোরে লাঠিম সময়
প্রাণ যায়, মান যায়, রাজ্য যায়
করি কি উপায় ?
হুম! বুদ্ধি এল মাথায়
ডাকা হল দলীয় সভা
সভাপতি স্বভাবতই চিতা
পারিষদ তার ভাগ্নে বাগডাশ
জনা কয়েক খটাশও আছেন সভ্য
দিঘী আলোচনা -
যথারীতি ঠিক করা হলো ভবিতব্য;
প্রথমেই স্টাডি হবে মতিগতি
অতঃপর আপ্যায়ন, আলোচনা
শুনতে হবে বেশি
বলতে হবে, ‘ইয়েস’।
তদুপরি যদি মহাশয়ের মুখে না ফুটে হাসি
দিতে হবে নিঃশর্ত প্রেম আর
দু’চারিটি আপাত ভদ্রতার নিদর্শন
নমুনা, লিজ হবে যমুনা
গবেষণার জন্য কিছু নিরোগ মুরগি
অসুস্থ বাবুদের চিকিৎসার জন্যে কিছু ইলিশের কিডনি;
বছরে শ’খানেক খরগোসের হৃদপিন্ড হলেও মন্দ নয়!