ভাবতেই অবাক লাগে
এখন তুমি ইচ্ছে হলেই
দিনকে কর রাত
চাঁদকে ফাঁদ
জলকে জলকামান
তালকে হরতাল ।


ভাবতেই অবাক লাগে
এখন তুমি ইচ্ছে হলেই
রত্নপাহাড় উল্টাও
ভদ্রলোকে ধমকাও
মাছের মুড়ো কচলাও।  


ভাবতে অবাক লাগে
এখন তুমি ইচ্ছে হলেই
পথে ঘাটে শিস দাও
গাছের গোঁড়ায় বিষ দাও
ভরা ক্ষেতে মই দাও
কল্কিতে ফুঁ দাও।


আর আমি এবেলায়
অতীত হাতরাই
ডুবে থাকি কবিতায়
দিন বদলের গান গাই
থাকি
নতুন সূর্য উঠার অপেক্ষায়
সেই অমি যদি টোকা দেয় দরজায়!