সকালে সজনে ডালে বসেছিল কুচ্ছিত এক দাঁড় কাক
আজ সারাদিন তাই নীরবে কাটা যায় আরেকটি নাক
গন্ধবণিক হারিয়ে গেছে তাই অজানা এক ট্রায়েঙ্গেল জঙ্গলে  
সেই সাথে
হেসে উঠে মেছো ভূত
গেছো ভূত
দু’পাটি দন্ত সাবুদ ।
খাজনা নিতে আসে আক্কেল আলি
ঘুম যায় কলকাকলি
এক হাতে বাজে তালি ।
সাদা চুল রঙ করে এক আধবুড়ো
নগরের নটি বেছে নেয় ফুলশয্যা
টমেটোর সস খায় এক পঞ্চদশী চপল বালক
স্বর্গের দামে কিনে নরক।
সেঁজুতির বুকের কষ্ট নিলাম হবে
কাঁটাগুলো হাসবে সুখে
আমিই বা কৃপণ হব কোন দুঃখে
কিনে নেব জেলি মাখানো এক প্রস্থ রুটি
পদ্যের দামে পদ্মা
পদ্মার দামে মা ।
নগ্ন আর নগ্নতা এক না !
আমি আর কোন নাটক দেখতে চাই না ।