শাড়িপরা শিখতে যেয়ে নিজেকে দেখে
সদ্য নারী হওয়া একজন;
শাড়ির ভাঁজে লুকায় লজ্জা!
নাকি বলে, এইখানে আমি- আমার পরিচয়!
লাল শাড়িতে রঙিন স্বপ্ন বুনি
কষ্টের জোড়া পাহাড় ঢাকি আনমনে
পাগলা হাওয়ায় উড়ে আলপনা-আঁচল;
ঘোমটা টেনে আছি কেউ খুলবে বলে
অনন্তর স্বপ্ন-চোরা চোখে;
খুলবে যদি মুদবো আঁখি
ললাট-চু্ম্বন ঘ্রাণে হবো সুচি।
দুঃখ ভালবেসে যদি উঁকি দেয় অলি
দুঃখের পাহাড় মন্থনে খোঁজে সুখের ফোয়ারা!
আসুক আলয়ে মম
শাড়ির ভাঁজে লুকোনো রঙধনু রঙে
গড়াগড়ি যাক প্রাণপঙ্ক
জলজ ক্যানভাসে
জল খেলতে যাক বেলাবেলি ।