অনুরাগ হেঁটে বেড়ায় পড়শি উঠোন
কেঁপে উঠে সেঁজুতি আকাশ আর  
চাঁদ কেন লুকোয় বেণুবনে
কেন মেঘের আড়ালে শরম ঢাকে রবি
কেন আঁচল ঢেকে রাখে মুখ
কেন বুকের কথারা জমাট বাঁধে বরফে
মূক মুখরা হয় অনুজ বিষে?
আমি কিছুই বুঝিনে ছাই
শুধু পাতার মর্মরে শুনি মন্ময় পদধ্বনি
নদীর কলতানে নিক্কণ আর
বাতাসে ভেসে আসা কণ্ঠকলি ছুঁয়ে যায় বোবা সময় ।
কথা ছিল সন্ধ্যা আরতি হবে ইলশেগুঁড়ি বেলা
মুখোমুখি বসি উন্মুখ পাখি রচিবে জীবন পুঁথি
রচিবে দাঁড়ি, কমা, সেমিকোলন বিহীন আপন আলপনা;  
কার্নিশে উঁকি দেবে দর্জি পাখি
শেখাবে বুনন
আশার
বাসার
ভালবাসার,  
শুনাবে বীজ বপনের ইতিকথা আরবার ।
অনুরাধা অনুরাগ ভুলি
হাতে নাও রঙতুলি
সারা নিশি জাগুক রামধনু রাগে।