দিনমান আনমনে গান গায় নাকফুল
হাঁটুচুল সর্দি নামে বিকেলের গালে
অস্তরাগ পঞ্চমুখ আবেগের বাগানে
গোধূলি খেলে হোলি অনুঢ়া উঠোন প্রায়
শরমের রঙ লাগে আকাশের গায় ।


ঠোঁট মেলে শাড়ির ভাঁজ
উঠোন হেঁটে যায় নদীর কিনার
প্রতিধ্বনি চোখ মেলে সুরমা সময়
ঘটিগরম কবিতার গা
তড়িঘড়ি উঠি সুলেখার নায়
শরমের রঙ লাগে পাতায় পাতায়।


হাসে সোনা মেঘ সাঁঝের বেলা  
বৃষ্টির ফোঁটা গোণে আরক্তিম হেলাল
আতাবনে নাচে উচাটন
ঘোমটা খোলে আহ্লাদি বন
আকাশ ডানা মেলে চোখের তারায়
অন্তরতমা হারায় বিজন অজানায়
শরমের রঙ লাগে রঙ্গন আঙিনায় ।