এক কাদি সুখ ঝুলিয়ে রেখেছি হ্যাংগারে
নেবে নাকি?
মিনার হাট নয়, খিস্তি খেউর শুনবো কেন?  
শুধু নাম পরিচয়, বংশের কুস্টি দেখে নিই
রাবণেরর জন্যে বিশেষ ব্যবস্থা নিশ্চিত রেখেছি
অতঃপর রক্তমাংসের আত্মীয়, চামচিকা, বাদুর
শুভাকাঙ্ক্ষী অভাজন ইদুর, বন্ধু সুজন –
এদের জন্য দুধ-কলা সুখ!
তোমাদের জন্য কি করিনি বল?
যতসব বেঈমানদের বেলতলায় পাঠাইনি ?
মুখরা বৌদি এমনি এমনি যায় বাপের বাড়ি ?
তোমরাতো জান না সুখের ইতিকথা
আগেই ছেঁটে দিয়েছি দুটি মাধবিলতা!  
এখন মূলগুলো আগাছা
বিনা যত্নে বেড়ে উঠে আর
অযথা বেসুরা চেঁচামেচিতে ঘোলা করে বায়ু
হাতে নেই নিড়ানি, বেড়ে যায় আয়ু ---  
তোমরা এসো
এসো রঙিন ফু-বেলুন এক ঝাঁক আনত বুক
তোমাদের জন্য ঝুলিয়ে রেখেছি এক কাদি সুখ !