ধূলোময় মেঠোপথ থেকে রাজপথ
গৃহস্থের আঙিনা
ভ্যা ভ্যা করে দুগ্ধবতী গাভী
জিভে জল এলে ইদানিং
উলানে হাত দেয় গুটিকয় রাবণের চেলা  
ষড়যন্ত্র হেঁটে যায় উত্তরী বায়  
মিট মিট চোখ মেলে জনা কয়েক পিঁপড়ে শাবক
চোখের জল শুকোতে দেয় পালানে ।  
আবারো গরজে গগনে অমাবস্যার চাঁদ
নগর যানের চোখ ভিজে বিশ্রাম সুখে
জোট বাঁধে ধূলিকণা
গোঁকুলের ক্যামেরায় ধরা পড়ে সময় আর
বিড়াল হাঁটে আইনের ফাঁকে।  
বাটি চালানে ধরা পড়ে জনাকয়েক কুনোব্যাঙ
ধূলোয় মুখ ঢাকে আরক্ত প্রজাপতি
জাগে প্রজাপতি ভালবাসা অতঃপর  
অসময়ে বুমেরাং হয় নির্লোভ তীর
গায়ের গরমে তেঁতে উঠে পায়ের নিচের বালু
উত্তরা বাতাসে ধেয়ে আসে বালুঝড়
সোনার তরী হাসে ফসলের মাঠে ।