ও মেয়ে তোমার নাম কী?
আমি নামি দামী কেউ নই, ফ্রি ।
কোথা তোমার ঘর ?
ঘর নেই, ঘর বাঁধার স্বপ্ন আছে নিরন্তর ।
তোমার চোখে সাগরের নীল জলরাশি?
আমি দুঃখ ভালবাসি ।
গালে তোমার টোল?
সে তোমার চোখের ভুল।
বুকে কেন পাহাড় দু’খানা?
সে তো কষ্টের নমুনা।
তোমার তরমুজ-রাঙা ঠোঁট ?
সীলমোহর, যোগ্যতমকে দেব ভোট।
তোমার আসল পরিচয়?
তবে যে প্যান্টের জিপার খুলতে হয়!