মধ্য দুপুরের ভরা যৌবনে হঠাৎ নেমে আসে ঘোর অমানিশা
অন্ধকার ধেয়ে আসে রাজপথ থেকে গলিপথ, আঙিনায়  
পথে-ঘাটে, মাঠে-ময়দানে, ক্ষেতে আর খামারে
কলে কারখানায়, হাটে আর বাটে
মায়ের কপালে, খুকির গালে  
প্রেয়সীর উন্মুখ ঠোঁটে।
পথ হারায় পথ
এবং শপথ  
পথিক প্রবর।  
ফুঁসে উঠে সমুদ্র
তীর ভাঙা ঢেউ আঁচরে দুকূল
স্বপ্নেরা ডুবে তেঁতুলের ব্যাকুল ঝুলে
তালি দেয় নখদন্তহীন লেজ-বিষ প্রতিবেশ সাপে
আহ্লাদে আটখানা হয় এক দুরাচার কন্যারাশি ঘাটের মরা
তেঁতে তাকিয়ে রয় পূবাকাশে কিছু নিষ্পাপ অনুঢ়া প্রজন্ম চোখ !