আর কত দাবদাহ  ! পুড়ছে মাটি
অবসান হোক নিষ্ফলা আবাদ
হাওয়ার ধাওয়ায় নামুক ঢল
বাষ্পগুলো পুষ্প হোক
ভালবাসার বৃষ্টিতে ভিজুক ঊরুসন্ধির মায়াবী ভাঁজ
আকাশ কাঁদুক রাতভর গীতল উন্মাদনায় ;
মগজ-স্নানে সুচি হোক দিকভ্রান্ত চিন্তার স্রোত
অঙ্কুর ডানা মেলুক
শিকড় ছড়িয়ে পড়ুক
জন্ম হোক দেবশিশু অজপাড়াগাঁয় ।
আকাশে হেলান দিয়ে চিবোও চিনেবাদাম
নিপলে মুখ রেখে ঘুমোক শিশু
অতঃপর আলগোছে উঠে এসো
মুখ লুকোও লোমশ বুকে, স্নিগ্ধ উষ্ণতায় ।


নিরন্তর বৃষ্টি-বিলাসী লোভাতুর
বিবেক হনন করে যে জ্ঞানপাপী
হৃদয় পুড়ে বাষ্প হোক তার
বৃষ্টি নামুক চোখে ।