জলবেলায় যেওনা ঘাটে সুন্দরীতমা
ঢেউগুলো তোমাকে ছোঁবে যে,
সরপুঁটি, টেংরাবালা আর জল বালকেরা
তোমায় দেখবে যে,
জলের আরশিতে নিজেকে দেখ যদি
পাশে দেখো আমিও আছি,
বাতাসের কানে কানে বলেছি
নিঃশ্বাসে তব সঙ্গী হতে চাই,
বুকের ভেতর যেথা তোমার অন্তর
ছুঁয়ে যাব নিরালায় ।


তোমার সাধের ময়না পাখিটা
হৃদয়ের কতটুকু দখল করে আছে!
ময়না তুই উড়ে যা বেণুবনে;
সেথায় জল পাবি, ফল পাবি
পাবি মুক্ত বাতাস ;
আমার প্রিয়ার হৃদয়ের পথ
মাড়াসনে কোন ছলে ...


বাংলার বুলবুল দেয়ালে ঝুলে থাকা নজরুল
তুমিও চলে যাও
অন্য কোথাও ;
আর দেখো না আমার প্রিয়ারে
সঙ্গোপনে ।
সেইসাথে দেব, শাহরুখ, জিৎ -
তোমাদেরও দিলাম আল্টিমেটাম  
দূর হতে দিও না হাতছানি
মাড়িও না এ পথ  আর ;
খো-লা আছে মম তরবার !


ক্লাসের ফাঁকে আড় চোখে চায় যদি
বাংলার টিচার
টিএসসি'র গণআদালতে হবে যে  বিচার ।
বাথরুমে কিবা ড্রেসিংরুমে আনমনে
কোন বেলায় অবেলায়
নজর দিয়ো না বাবা টিকটিকি, কুনোব্যাঙ, আরশোলা --
আমি এত নই মনভোলা !
ঠিক ঠিক শাস্তি পাবে জেনো,
কনিষ্ঠায় কাটবো লেজ
মনে রেখো, মনে রেখো ।