হজমের সমস্যায় হাজমুলা অথবা
হরিতকি, আমলকি, বহেরা দিতে পারে কাঙ্ক্ষিত সুফল !  
তোমার কি হজম হয় না কথার খোঁচা ?
হজম হয় না আলো, আলোচনা বা সমালোচনা ?
নিজ বিবেচনার অধিক হলেই নামে বেদনার ঢল ?  
খুঁচিয়ে মারবে অতঃপর ঝুলিয়ে রাখবে কাঁটাতারে !
সুড়সুড়ি দিবে স্পর্শকাতর জমিনে?
বোধের টলমল সরল সরোবরে ?
গিরিবালার টুংটাং সেতারে ?  
সূর্যবালার অনল-পোড়া দেহে ?  
আর
প্রাগৈতিহাসিক কানমলা এবং চিমটিরাও এগিয়ে যাবে যুগপৎ দাঁত খেলিয়ে!
কখনওবা ডেকে পাঠাবে পরামর্শ সভা অথচ
পরামর্শ মনঃপুত না হলে চোখ পাকাবেন মহাশয়, অতিশয়;  
চাও কি মমপূজা, তিলের তেল?
তবে
তুলসী রসের পথ্য নিতে পারো-
হজমে বেলও ভাল- মুলা, গাঁজর, শসাও খেতে পারো;
ভুলেও খেও না স্নেহ, চিবিয়ে ...  
ধীরে খেয়ো বন্ধু, ধীরে
লালা মিশিয়ে
দন্তে পিষিয়ে-
খেয়ো আদর ভালবাসা, ভালবেসে।