জীবনানন্দের কবিতা পড়তে ইচ্ছে করে খুব আর
নজরুল শিরায় শিহরণ দেয় কেন জানিনা
আমি জানি না মনু নদীর মনে কি
জানিনা দুঃখিনী বর্ণমালার পাঁজরের ভাষা
আশাহতের আশারা কোথায় বাসা বাঁধে আমি জানি না
ডানাভাঙা আহত পাখিরা কোরাস ভুলে যায়
জলবন্দীর জবানবন্দী লিখে অভাজন পালিয়ে বেড়ায়
আর আমার মাথায় গুনগুন করে রাহমান, মাহমুদ, গুণ।  
কালের কান্ডারী, তোমাদের প্রশ্ন করি
আজ  
বিছানায় ভিজে কেন সপ্তপুত্রপ্রসবিনি বুড়ি
রঙ বারান্দায় দোল খায় কেন কুপুত্রক এইসব দিন
কেন বিষমাখা তীরে তারা খসে অগণন!
এই যে, এলো তীর এই বুকের দিকে-
ঝাঁঝরা হোক বুক, আমি অতশত বুঝি না    
জল কেন তেল খায় আমি জানি না
কেন অন্ধকারে আলো মিলায় আমি জানি না
কেন আনবউ সুন্দরী হয় আমি জানি না
বাবা কেন নম্বর কিনে ছাপচিত্র আঙিনায়
পাতিহাঁস ইতিহাস লিখে কেন আমি জানি না
কেন মান্যবর ভাঙে মানা অমি জানি না।    
শুধু জানি আজও চাঁদ উঠে বিলায় জোছনা
আজ কেউ জোছনা পুঁছে না কবিতা বোঝে না ।