তোমার মুখে একগাল থুথু জমে আছে?
সর্দি কাশি বা পানের পিক?
অথবা হাতে ঘামে ভেজা টিস্যু?
ন্যাকড়ায় জমে আছে জাতক হিসু?
রক্তে ভেজা ন্যাপকিন?
আমি তৈরী হয়ে অপেক্ষায়
আমাকে ব্যবহার কর ।
গাছের মত বল্কল, ডাল, পাতা, মূল দিতে পারি তোমায় অথবা
খেতে পারি কিল, চড়, ঘুষি কিবা লাথি
যখন ইচ্ছে দিতে পার কানমলা বা কাতুকুতু অথবা
তোমার মনের একান্ত গোপন ইচ্ছেগুলো
জমা রাখতে পার আমায় নিশ্চিন্তে ।
আমাকে বাসলে ভালো, ভাল;
না বাসলেও চৈত্রের দুপুরে তোমায় ছায়া দেব
তেষ্টায় দেব জল
হাড়কাঁপা শীতে ওম দেব এবং
এলোমেলো হাওয়ায় তোমার ভাবনারা যদি হয় ছন্নছাড়া
প্রত্যয়ী কোন গানে স্বপ্নের বুনন যদি হয় নড়বড়ে, ভীত
দিতে পারি আশাবরি টিপস কোন ।
আমি একেলে চলমান ডাস্টবিন এক
দুহাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
পেতে রেখেছি বুক  
আমাকে ব্যবহার কর
পাবে অন্য কিছু
ভিন্ন কিছু !