জীবদ্দশায় দেখেছি কত মরন্দশা নীল জমিন সেইসাথে  
হেঁটে যায় কাগজী লেবুর অনাস্বাদিত ঘ্রাণ অথচ
হাইব্রিড শয্যায় কত শস্যকণার গন্ধ মৌ অশ্রু লুকায়  
কেউ জানে না।
কেউ জানে না কত যে নীল পোকার ঘরবসত হারায় ঝড়-জোছনায়  
সুনামি রাঘব লংকা স্প্রেতে জেগে ওঠে অলস স্বপনচারী অথচ  
চেনাজানা কত জিন লিউকিমিয়ায় ভোগে আর
কত আম হরিজন ডুবে কামিলার রসে  
তেত্রিস দাঁত ভূত ওত পাতে কলার পাতে
বেঘোরে ঘুমায় নটরাজ বিয়ের পিঁড়িতে  
কল্কিতে ধোঁয়া উড়ে রংধনু আবেগ ।
আমি আনমনে হেঁটে যাই কাঁটাবন
মাটি ভিজে রক্ত-ফুটায়;  
আজ আমি ভাল আছি ওপারে, আর
দেখছি প্রতি বিন্দু রক্তবীজের ঢেউ ...
এখানে হাইব্রিড সংকেত মরে বিষকাটালি বিষে ।