রাস্তায় দেখি একপাল গরুরে
শিং নেড়ে আসছে তেড়ে ।
লোভ হয় দেখে ঘাস
আচমকা খায় বাঁশ ।  
মুখে রামনাম তাকালাম ডানবাম
সেকি !
জড়ো হলো গোটাকয় বুদ্ধির ঢেঁকি;  
ডালে বসে গিরগিটি খাচ্ছে চটপটি
গোটা চার শেয়ালে আপন খেয়ালে
ঠেস দিয়ে বসে আছে দেয়ালে।    
মুরগিরা কক কক করে শুধু বক বক
কাঠফাটা দুপুরে মুটো দুই কুকুরে
নেমে যায় পুকুরে ।
হালের বলদ ভুগছে খুরারোগে
রামছাগলে কপচায় মাটি
ঘুঙ্গুর পায়ে নাচে ময়ূর
বুলবুল ছিঁড়ে চুল
ডুবে ডুবে জল খায় মোমের পুতুল
আমি আর কত চুষি আঙুল !