হাত হতে হাত বহুদূর
হাত বাড়ালেই আকাশ
আকাশ বিশালতায় ছুঁয়ে দেয় হাত
শিশিরকণা ছুঁয়ে যায় রাঙা প্রভাত
তাপস মেলে চোখ ছুঁয়ে যায় ঘুমন্ত আঙুল  
তড়িৎ ধায় শিরায়, দূর থেকে বহুদূর অতঃপর
ঘটিজলে স্নান সেরে বাড়াই হাত
হাত সরে দাঁড়ায়
মনসার গুহায়।
  
চড়কা বুড়ি কাটে সুতা, তবু
উড়ে ঘুড়ি।
পথ জানা নেই
সীমানা অমীমাংসীত
দু’টানার বাড়াবাড়ি অবিরত।  
হয়তো মাঝখানে দাঁড়ায় গণিত
মেলেনা হিসেব জটিল পৌনঃপুনিক ।  
অবেলায় প্রসংগ পাল্টায় সাতকড়া মল্লিক
চোখ উল্টায় হাতকড়া ...  
তবুও কেউ হাতে রাখে না হাত  
হাতিয়ে নেয় হাতের পাচ;  
হাতাহাতি! সেতো নৈমিত্তিক।  
হস্তরেখা বদলে দিয়েছে জ্যোতিষ
বুলবুলের দুটি বাম হাত
মকবুলের দুটি ডান হাত
সমমেরুতে বাজে না তালি
হাত হাতরে মরে চোরাবালি ।

হাত বাড়ালেই আকাশ ছুঁই
হাত বাড়ালি না তুই  
হাত হতে হাত বহু দূর
সাত সমুদ্দুর .........


দিগন্তে হারাবে যদি
নদীজল ছায় নিরবধি
হেঁটে যাও আকাশ ঘুড়ি!
তুই কি আকাশ ছুঁবি?
আমি আকাশ হবো … ।