বৈশাখ এলে নামে মহিষ গরম
স্মৃতির পাতা আপনি উল্টায় দমকা হাওয়ার ভাঁজে
স্পষ্ট মনে আছে পাশ্চাত দেশে একটি লাথি, অতঃপর
পুরস্কারের লোভ
বন্দুকের ভয়
গজদন্ত অট্টহাসি …  
আমি একা খেয়েছি ভ্যাবাচ্যাকা
গুনেছি প্রমাদ
দেখেছি শর্ষের ফুল!
তবুও  
আজন্ম লালিত স্বপ্ন ভুলিনি, নড়িনি এক চুল ।
ধেয়ে আসে এক টাকবর, সঙ্গে ছ্যাকাব্বর
নাকে গলে নুনতা গরমজল
চলে হুশ বেহুসের খেলা।
মা বলতেন, ছোটবেলা থেকে আমার
রোগ ছিলো গো ধরা
আপোষহীন বাবার কাছে ধার করা !  
যাতন যন্ত্রনায় গো গো করি, তবু
গো ধরা গেল না আমার –
অবচেতন মন গান ধরে,
‘এক বৈশাখে যায় না রে গরম… ,’ আর
অপেক্ষা করি,
কখন শিশিতে জমবে নারিকেল তেল  
আসবে শীত …
এক দ্বীপ শীতল হাওয়া!
কখন আসবে, কখন?