০১  নখদর্পণ
একদিন দেখি তুমি দোকানে কি যেন খুঁজছো
বুঝতে পারছি তোমার কিছু একটা প্রয়োজন    
চতুর সেলসমেন সহজেই বুঝে ক্রেতামন
আমি বুঝি সেলসম্যান;
টুপ করে একটা নেল পোলিশ হয়ে যাই আর
হাসতে থাকি তোমার চোখে চোখ রেখে  
তোমার নরম আঙুলগুলো এটা ওটা করে আমাকেও নেড়ে চেড়ে দেখে
ভ্রমর-কাল জোড় ভ্রু উৎসুখ নয়নে -  
মনে হলো, এই বুঝি তুমি কাটছো ডিজিটাল রশিদ আর
আমি নিশ্চিন্তে চলে যাব তোমার করকমলে - অথচ
তোমার অবচেতন মনের ভুলে
আঙুল গলে পড়ে যাই ঝুড়িতে...
তোমার নখদর্পণ হওয়া হলো না আমার !


০২  ঠোঁটমোহর
তোমার তরমুজ-ফলা ঠোঁট ছোঁয়ে দিব বলে
ভেঙেছি বিকেলের রোদ
ভেবেছি উন্মন সারারাত
এপাশ ওপাশ করিনি, হইনি কখনো কাত
অবশেষে হয়েছি লিপস্টিক, দিয়েছি গিফট তবু
কাটেনি খরা
পলকেই পছন্দ করে নিল তোমার ছোট বোন নীরা
ঠোঁটমোহরের রঙ হতে পারিনি আজও ।


                                      ( চলমান )