০৩  সোনার পাথর বাটি
তোমাকে বুকে আগলে রাখবো  বলে হতে চেয়েছি প্রথম বন্ধনী
অঙ্গের সুরভী হওয়ার নেশায় লোশন হতে চেয়েছি  
অডিকোলন হয়ে মাথায় হাত বুলানোর ইচ্ছে বহুদিন  
দীঘল কোমল চুল রাঙাতে হতে চেয়েছি খোপার ফুল
অনামিকায় জড়াবো বলে হয়েছি আংটির নীলা
ব্লাংকেট হয়ে ওম দিতে চেয়েছি পৌষের প্রহর  
গরমে তালপাতার পাখা হয়ে দিতে চেয়েছি হিমেল পরশ
কখনো হতে চেয়েছি বেতসের শীতল পাটি আথচ
এখনো দেখা পাইনি সোনার পাথর বাটি !


০৪  বারমুডার বাঁকে
আমি অষ্টপ্রহর তোমাকে ছুঁয়ে থাকবো বলে
হতে চেয়েছি চিবুকের তিল
বেদনার নীল
ব্যথানাশক পিল
তোমার চিরচেনা নলিনের বিল
অমর সোনালী কাবিন অথবা
স্বপ্নডানা চিল
হতে চেয়েছি জীবনের জিয়ন কাটি, স্বপ্ন রঙিন
অথচ  
আমার স্বপ্নগুলো ঝরে যায় আঙুলের ফাঁকে
আমার স্বপ্নগুলো হারিয়ে যায় বারমুডার বাঁকে।