০৫  অপঠিত কবিতা
জানি তুমি কবিতার পোকা
রাত জেগে জেগে পড় কবিতা-  
হাসো, কাঁদো, ভাসো, ভাসাও কবিতার পাতা  
আমি সামলাতে পারিনি লোভ
বহু কষ্টে কবি ও কবিতার সঙ্গ নিয়েছি শত ;  
আজ আমি নিজেই স্বপঠিত এক অমর কবিতা -  
একদিন উঠলাম তোমার প্রিয় কবিতার আসরে
একে একে আসরের সবগুলো কবিতা গেলো বাসরে  
অথচ
তোমার চোখ ফসকে আজও আমি তিমিরে  
সেই থেকে আজও আমি এক অপঠিত কবিতা।  


০৬  ফ্রেন্ড রিকোয়েস্ট
তুমি স্টেটাস দিলেই হাজারো লাইক
হুমড়ি খেয়ে পড়ে সব ফেসবুকার
দিন দিন মাত্রাছাড়া বাড়ছে তোমার ফ্রেন্ড
আথচ আমার রিকোয়েস্ট ঝুলে আছে আজও ঝুল বারান্দায়
তাইতো আজও আমি তোমার আনফ্রেন্ড!


০৭ বায়োডাটা
আমি হতাশ হইনি এখনো  
ঘটক পাখি ভাই তোমার বাবাকে দিয়েছে এক সংক্ষিপ্ত লিস্ট
সম্প্রতি আমি তাতেও নাম উঠিয়েছি কত কষ্টে, সে কথা বুঝবে কি ফেসিস্ট!  
দেখে নিও বায়োডাটা, কিছুই বাড়িয়ে লিখিনি ...