গরুরে বলে এক বেবুন
রসুনের মত আমার শতগুন
বাকি সব পটল, আলু, বেগুন
আমি জিকার কষ
তুলসীর রস  
তুমি সর্দি, কাশি, ব্যামো -
রোগ বালাইয়ে আমি নিমও ।  
আমি শুকনো আদা
হনুমানের দাদা -
তোমরা সব ধুতুরা, ছুতুরা
যত শিমুল, জারুল
আমি মহীরুহ শতমূল।  
তোমরা সব উলু আর হুলো
আমি বাঘের মাসী, সিংহের খালু।  
তোমরা সব গরু আর ছাগল
আমি বানর, কাছাকাছি নর।
কহিল গরু, হারি আর জিতি
নেই ক্ষতি
নর হবো না আমি কোন মতি  
ওরা লাশ নিয়ে করে রাজনীতি
ভাইয়ের মাংস খায় বোন
ছেলে বাবারে করে খুন !