তোমার জন্মের আগে তোমার মাকে নোটিশ দেয়া হয়নি ?
পরাগায়নের দুমাস পর সে বমি বমি অনুভব করেনি?
বুকে সকল পুষ্টিগুণ সম্পন্ন দুধের ধারা আসেনি ?
তুমি ভূমিষ্ট হওয়ার আগে তোমার মা প্রসব বেদনা অনুভব করেননি?
অতএব আর কত নোটিশ দিতে হবে বলো?


তুমি কি জাননা,
হাত কাটলে রক্ত বের হয়
কান টানলে মাথা আসে
গুণ টানলে নৌকা চলে
ইটটি মারলে পাটকেল খেতে হয়
অন্যের জন্য কূপ খনন করলে সে কূপে পড়তে হয়
অন্যের জন্য আগুন জ্বাললে সে আগুনে পুড়তে হয়  
তবে আর কেন নোটিশ দিতে হবে বলো ?

তুমি কি জান না,
যে জলে তৃষ্ণা মিটে সেই ডুবিয়ে মারে
যে অক্সিজেনে শ্বাস নেই তাতেই বোমা হয়
যে ঔষধ জীবন বাঁচায় সেই জীবন নিতেও জানে  
তবে আর কেন নোটিশ দিতে হবে বলো ?


তুমি কি জান না জন্মিলে মরতে হবে?
তবে কেন এত ভেদাভেদ
কাড়াকাড়ি, চুলোচুলি লড়াই?
জেনে রাখ
তোমাদের জন্য অপেক্ষা করছে ফুটন্ত তেলের কড়াই!