যেদিন থেকে কপালে লাল টিপ পড়েছি
সেই থেকে আমি মনে মনে চাই
কেউ আমাকে দেখুক মিটি মিটি, আড়চোখে অথবা
সানগ্লাসে চোখ লুকিয়ে অবাক চোখে দেখুক আমাকে...
আর তাই প্রতিদিন নিজেকে সাজাই-  
আঁকি মেহেদীর আলপনা করপুটে
রংধনু হতে রঙ এনে মাখি ঠোঁটে
জন্মদিনের পোশাকের প’রে পড়ি
টান টান সেলাই উত্তেজনা; অতঃপর  
আঁচল উড়াই দুষ্টু বাতাসে, শুধু
কষ্টগুলো বেঁধে রাখি সেপ্টিপিন আর হুকে।  


আমি চাই কেউ দেখুক আমাকে
হতবাক হয়ে চেয়ে থাকুক;  
মনে মনে ভাবুক আমাকে
বিড় বিড় করে বলুক, ‘তুমি সুন্দর’!  
অতঃপর আমি ঠোঁট বাঁকাই
অঙ্গে তুলি ঢেউ  
তবুও আমাকে দেখুক কেউ!  


কে তুমি পুরুষ, সাহসী যুবা
আমাকে ডেকে বলবে দু’টি কথা?
খোঁপায় গুজে দেবে একটি ফুল? আর  
আমি একবার ভাসি বিস্ময় জলে!


আমি চাই কেউ আমাকে দেখুক
বাড়িয়ে দিক দু’টি হাত  
পায়ে পায়ে হাঁটুক
চোখে চোখ রাখুক
মন খুলে বলুক মনের কথা; আর  
আমি দুলতে চাই তোমার গলে
হয়ে বনলতা ......