মুমু সোনা, তুমি কি জানো না?
ভোরের ফোঁড়ে চলে আমার এক্কা গাড়ি
চোখ মেলে রোদের শাড়ি
খাই ভিটামিন ডি
ঠোঁটে টি ব্যাগ টি
মুখে গুন গুন নদীর কলতান
আবেগ উতলে উঠে- ডিগবাজি খায় পরাণ!
ডাকে জোছনা …  
তুমি এতোকিছু বুঝো, এইটুকু বুঝো না?


ঘুমের ঘোরে আসে অপ্সরী
করে ফিস ফিস, ভাঙ্গে মনবেড়ি;  
চিকন শাড়ি তার
চিমটি কাটে আরবার ...
আমি বুঝি কিছু বুঝি না ?
তুমি এতোকিছু বুঝো- এইটুকু বুঝো না?


শুন মুমু,
ঠোঁটে শুকিয়েছি অনেক চুমু
পকেটে জমিয়েছি মুঠো মুঠো রোদ্দুর
রাতের স্মৃতিতে গেঁথেছি সুনীল আকাশ
শরীরের ভাঁজে লুকিয়েছি সমুদ্দুর
কন্ঠে ঝুলিয়েছি রাখালিয়া সুর  
শিথানে রেখেছি চিবুক-ছোঁয়া করপুট
কখন হয়ে যায় লুট!
আমি যে হেথায় একেলা!
তুমি কই গেলা?
আমার তো ভয় কাটে না ...  
তুমি এতোকিছু বুঝো, এইটুকু বুঝো না?