বাতাস ভারী হয়ে আছে বহুগুণ
লাশের গন্ধেরা ভেসে বেড়ায় প্রেতাত্মা হয়ে
শুনেছি তাঁদের স্বজনের কান্নার জল শুষে নিয়েছে সে নীরবে
কিছু বাতাস মিছিল করে উড়ে যায় বঙ্গোপসাগরে
গন্ধেরা এঁটে আছে কালবৈশাখী ঝড়ে  
সঙ্গী হতে ভয় কি তোদের!
বাতাসের নানানানী করে কানাকানি
জানাজানি বন্ধ হয়েছে সেলাইয়ে
কবে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে বনপাখি
আজ আর মনে নেই ।


খাল, বিল, পুকুরেতে জল নেই
লাঞ্ছিত দুই আনা সুখ, ফেটে চৌচির বুক,  
গলায় জলগেরো, জমাট রক্তেরা বেঁধেছে জোট
জলের দামে জরিনা বিকিয়েছে সম্ভ্রম
জলদাস কাঁদে এখনো জলটুংঙ্গির বাঁকে  
জলসিঁড়িতে  পা  দোলায়  অন্ধ  জলিল  
জলতৃষ্ণায় ছটফট করে অর্বাচিন
কবে এক ফুটা জল পান করেছিলাম
আজ আর মনে নেই ।


আকাশটা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে
কোথাও চোখে পড়ে না ডানা মেলা পাখি  
একদিন আকাশে উড়তো ঘুড়ি
তুলোর বেশে উড়তো চড়কা-বুড়ি
গরু আর ঘোড়ার খুরে খুরে উড়তো ধূলো
উড়তো ধূসর মেঘেরা অনাবিল
ভুলে গেছি আকাশে উড়তো একদা সোনালী চিল  
আজ আর মনে নেই আকাশের রঙ নীল!