সংসার মায়াজালে বন্দী আমি নারী
আশার ভেলায় জগত দিয়েছি পাড়ি।
স্বামী ও জগতজনে পূজা অর্ঘ্য দিয়েছি শত
বাঁধা বিপত্তির পাহাড় ডিঙ্গিয়েছি কত।  
আদেশ পালন করেছি অষ্টপ্রহর
আজও গুণে দেখিনি দেনমোহর।  
চিরকাল বিদ্বান আর ধুর্ত আমার স্বামীন
বুঝে, না বুঝে সদাই বলেছি আমীন।
অন্তরে দুঃখবোধ জাগে
লেখাপড়া শিখিনি কেন আগে!
আজ অনেক ভেবে বলেছি বিদুষী কন্যাকে
বিয়ে কর নিজ পছন্দে সুন্দর এক যুবাকে
লহ অবাধে
তার দায়িত্ব কাঁধে...
হোক সে গরীব, অর্ধ-স্বাক্ষর
সে হবে তোমাতে নির্ভর।  
তার হাতে হাত ধরি
মনের মত নাও হে গড়ি।
জেনো, মুক্তি আর স্বনির্ভরতা একসাথে
কখনো নাহি হেঁটে আসে।
নিজের ভাগ্য নিজেই রচো
নিজের মতো নিজেই বাঁচো ...