খোকন সোনা খেলছিল। আকাশে ঘুড়ি উড়ছিল।
আমি যাচ্ছিলাম আফিসে। দেখা মাত্র দৌড় শুরু হলো।
কাছে এসে ঝাপটে ধরে দু’গালে দু’টি চুমু খেল
দাবী, বাবা চকোলেট …
চকোলেট আনতে ভুল হলে আড়িতে পড়তে হবে নিশ্চয়!  
তবে কি চকোলেটের জন্য চুমু? নাকি চুমুর জন্য চকোলেট?
এখানে কি যোগের বিনিময় নিয়ম চলে?
আমি কিছুই বুঝতে পারি নে  …


খোকা বাবু ঘুম আসলে হয় দৃষ্টি বিনিময়
থট রিডিং মেয়েরা এগিয়ে, দৃষ্টির আগে বুঝে দৃষ্টির মানে
সে যে আরো কত কিছু জানে, বিধাতা কি তা জানে?
আমি কি কি এনেছি, কি কি লুকিয়ে রেখেছি
সারপ্রাইজটা কি, সে সব জানে … আর সেমত
আনুপাতিক বন্টন বিধি মেনে চলে কি রাগ, বিরাগ, অনুরাগ?
আমি কিছুই বুঝতে পারি নে ……


বিধাতা বায়ু দেন, আয়ু দেন, আলো দেন, দেন পানি
এক জীবনে কত সুখ, দুঃখ, হাসি আর কান্নায় ভাসান তিনি
তিনি সম্পদ দেন, পরখ করেন, অতঃপর কেড়ে নেন
তিনি বিপদ দেন, পরখ করেন, অতঃপর উদ্ধার করেন
ভাবি, তিনি কি কিছু পেতে চান আমার কাছে?
উত্তর আসে হ্যাঁ, তিনি নিয়মিত হাজিরা চান;
তিনি চান, আমি তাঁর কাছে যেন কিছু চাই, আর
চাইলে তিনি কাউকে অনন্তর বিমুখ করেন না
আমি একগুণ দিলে তিনি দেন সত্তুর গুণ –
তবে কি এখানেও চলে যোগের গুণন বিধি?
আমি কিছুই বুঝতে পারি নে   ……