আর কখনো বলবো না তোমাকে ‘ভালোবাসি’
হাট থেকে কিনে নেবো একটা ভালো বাঁশি!  
যদি বলো আমি এক তালপাতার সেপাই
তবে তালপাতার বাঁশি কেনো এতো কাঁদায়?  
আঁধার রাতে বাঁশের বাঁশরী যদি বাজে
কেনো তুমি নয়ন ঢেকে মর ওগো লাজে?
নদীর ঘাটেতে যদি বাজে আম আঁটির ভেপু
কলসি কাখে জলকে চলে কেন সোনালি আপু?
বাঁশির সুরে এতো যে ভালোবাসাবাসি
হাসিমুখে বাঁশ কেনো দাওগো তবে রাশিরাশি?